ঢাকা রবিবার, অক্টোবর ৬, ২০২৪
পেঁয়াজের দাম বাড়ায় খুশী হয়েছেন রাজবাড়ীর চাষীরা
  • সোহেল মিয়া
  • ২০২০-০৯-১৫ ১৪:৫৮:৪৮
বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে গতকাল ১৫ই সেপ্টেম্বর পেঁয়াজ বিপুল পরিমাণ বেচাকেনা হয় -মাতৃকণ্ঠ।

পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় খুশী হয়েছেন রাজবাড়ী জেলার পেঁয়াজ চাষীরা। 
  গত ২দিন আগেও যে পেঁয়াজের দাম প্রতি কেজি ছিল ৪০-৫০ টাকা সেই পেঁয়াজ এখন ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের পেঁয়াজ চাষীরা খুশী হওয়ার পাশাপাশি তাদের দাবী, ভারত থেকে যেন আর কখনোই পেঁয়াজ আমদানী না করা হয়। 
  গতকাল ১৫ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ কেনার জন্য ব্যবসায়ীরা এসেছেন। অনেকেই পিক-আপ গাড়ী নিয়ে এসেছেন। পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় বেশ উৎফুল্ল মেজাজে রয়েছেন চাষীরা। 
  পেঁয়াজ চাষী রমজান হোসেন বলেন, এবার যে পেঁয়াজ পেয়েছিলাম তার বেশীর ভাগই বিক্রি করে দিয়েছি। এখন ঘরে খুব অল্পই রয়েছে। আমরা চাই, পেঁয়াজের দাম যেন সবসময়ই এ রকম থাকে। তাহলে আমরা কৃষকরা উপকৃত হবো। সবাই পেঁয়াজ চাষের দিকে ঝুঁকবে। আমরা চাই কোনভাবেই যেন ভারতের পেঁয়াজ আমাদের দেশে না ঢোকে।
  বহরপুর বাজারের একাধিক আড়তদার বলেন, ২দিন আগেও আমরা পেঁয়াজ ২০০০ থেকে ২২০০ টাকা মণ দরে কিনেছি। কিন্তু আজ সকাল থেকে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আজ ৩২০০ থেকে ৩৬০০ টাকা মণ দরে পেঁয়াজ কিনছি।
  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় গত মৌসুমে ৩২ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। উৎপাদনের দিক দিয়ে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে ৩য়। জেলার কৃষকদের ঘরে এখনো প্রায় ৩০ শতাংশ পেঁয়াজ সংগ্রহে রয়েছে বলে তারা ধারণা করছে।

চলতি বছর ২হাজার ৭০০টন ৩৪টি দেশে আম রপ্তানি
রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় উচ্চ ফলনশীল তিলের বাম্পার ফলন
রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা
সর্বশেষ সংবাদ