ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
কালুখালীতে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস
  • মিঠুন গোস্বামী
  • ২০২৩-০৮-২৯ ১৫:২১:৪১

 রাজবাড়ী জেলার কালুখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।  গতকাল ২৯শে আগস্ট দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের পদ্মা নদীর বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজিবের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর বিভিন্ন কোলে অভিযান চালানো হয়। অভিযানে ১হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।   এ সময় উজ্জ্বল নামে এক জেলেকে ২শত টাকা জরিমানা করা হয়। পরে হিরু মোল্লার ঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে কালুখালী থানার উপ-পরিদর্শক এসআই শহিদুল্লাহসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।   কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজিব বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ