ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা
  • মহসীন মৃধা
  • ২০২৩-০৯-১৯ ০৫:১৯:৫৩

রাজবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে গতকাল ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 এরপর জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জেলা কমিটির সভাপতি ফরিদ আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ শফিকুল হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আসজাদ হোসেন আরজু, সাধারণ সম্পাদক আলাল হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা, জেলা প্রজন্মলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সদর উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, পৌর শাখার সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ।

আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজবাড়ী রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বর ঘুরে একই স্থানে শেষ হয় ।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ