ঢাকা বুধবার, জানুয়ারী ৭, ২০২৬
তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৬-০১-০৫ ১৪:২১:৩৭

‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’-এই প্রতিপাদ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ৫ই জানুয়ারী দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিগণ। 
 জানা গেছে, এই ভলিবল প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদি একাদশ চ্যাম্পিয়ন ও কল্যাণপুর একাদশ রানার্সআপ হয়। প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। অন্য দুটি দল হলো- এনায়েত করিম স্মৃতি সংঘ ও নতুন বাজার স্পোর্টিং ক্লাব।
 ভলিবল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আল আমীন খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়ার সংস্থার সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য। 
 এ সময় সহকারী কমিশনার মোঃ আরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শহিদ, আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খেলা উপস্থাপনা করেন শেখ আলী আল মামুন।
 প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, যারা এই ভলিবল প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে সবাই অনেক সুন্দর খেলেছে। আমি জানতাম না যে রাজবাড়ীর মানুষ ভলিবল খেলায় এত ভালো। গোদার বাজার পদ্মাপূলকের পাশে ভলিবল খেলার জায়গা আছে সেখানে যাদের বাড়ি কাছাকাছি তারা ওখানে নিয়মিত খেলবে। কারণ আপনাদের খেলা যারা ওখানে ঘুড়তে আসবে তারা উপভোগ করবে এবং ঘুড়তে আসা অনেকে খেলাতে অংশগ্রহণ করবে। ভলিবল খেলাতে যা যা প্রয়োজন সেগুলোতে জেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে।
 তিনি আরও বলেন, যারা ভোটার হয়েছো বা যে সকল ভোটারগণ আছেন তারা যেনো আনন্দের সাথে আসন্ন নির্বাচনে ভোট দিতে পারেন সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবারের নির্বাচন অন্যবারের নির্বাচন থেকে ডিফারেন্ট হবে। এবার রয়েছে গণভোট। এই গণভোট হতে পারে আমাদের জন্য ঐতিহাসিক। জুলাই-আগস্টে আমাদের তরুণরা তাদের অমূল্য প্রাণ দিয়েছে একটা পরিবর্তনের জন্য। এই পরিবর্তন হতে পারে আপনারা-আমারা ও সকলের ভোটের মাধ্যমে। গণভোটে হ্যাঁ ও না ভোট রয়েছে। আপনার আমার সকলের মাধ্যমে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলেই হতে পারে সেই কাঙ্খিত পরিবর্তন।

 

রাজবাড়ী শহরের বিনোদপুরে স্বপ্নডানা প্রতিবন্ধী স্কুলের নির্মাণ কাজ উদ্বোধন
রাজবাড়ীর বসন্তপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২জন গ্রেফতার
মোবাইল কোর্টের অভিযানে বেশি দামে রাজবাড়ী বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিকারী তিন দোকানীর জরিমান
সর্বশেষ সংবাদ