ঢাকা বুধবার, জানুয়ারী ৭, ২০২৬
রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-০৫ ১৪:২০:৪৭

 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৫ই জানুয়ারী সকাল সাড়ে ১১টায় শহরের সমবায় ব্যাংক ভবনে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত জেলা সমবায় অফিসার সেলিনা পারভীন, রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত ফরিদপুর জেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, রাজবাড়ী সদর উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগ, বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, পাংশা উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, বিনোদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিনিধি এম.এ খালেদ পাভেল, বসন্তপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান ফিরোজ, সমবায় প্রতিনিধি আবুল ফায়েজসহ জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তারা বক্তব্য রাখেন।
 বক্তারা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকান্ডের স্মৃতি চারণ করেন।
 দোয়া মাহফিলে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সদস্য, সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ভাজনচালা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইলিয়াস আলী মোল্লা।

রাজবাড়ী শহরের বিনোদপুরে স্বপ্নডানা প্রতিবন্ধী স্কুলের নির্মাণ কাজ উদ্বোধন
রাজবাড়ীর বসন্তপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২জন গ্রেফতার
মোবাইল কোর্টের অভিযানে বেশি দামে রাজবাড়ী বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিকারী তিন দোকানীর জরিমান
সর্বশেষ সংবাদ