ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৯-২৭ ০১:২২:১৫

‘হোক না বয়স আঠারো কিংবা আশি, এসো প্রাণে প্রাণ মিলিয়ে এক সাথে হাসি’ এই শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্রীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
 এ উপলক্ষে গতকাল ২৫ শে সেপ্টেম্বর বিকালে বিদ্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে আয়োজকরা।
 মতবিনিময় সভায় রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রী ও ১ম পূনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা ডাঃ বন্দনা চক্রবর্তী, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, শামছুর নাহার চৌধুরী, সুলতানা আরজু, সহ-সভাপতি নূরতাজ তাজিয়া, সহ-সভাপতি শাশ্বতী চক্রবর্তী, অর্থ সম্পাদক এলমুন নাহার পপি, সদস্য সচিব মিরুনা বানু মুন, যুগ্ম সদস্য সচিব কৃষ্ণা সাহা, জেলা পরিষদ সদস্য মোছাঃ শাহানা বেগম, সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু, এম মনিরুজ্জামান, হেলাল মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
 মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ২৯শে সেপ্টেম্বর দিনব্যাপী রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্র্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রী ১ম পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 এ অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় সহ¯্রাধিক প্রাক্তণ ছাত্রীরা অংশগ্রহণ করবে। দিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছে অনুষ্ঠান উদযাপন কমিটি। ওই দিন সকাল ৮টায় অনুষ্ঠান উদ্বোধন, সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালী, মোমবাতি প্রজ্জ্বলন, স্মৃতি চারণ, প্রাক্তণ ছাত্রীদের আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান(চম্বুক) ও মেহেদী উৎসব পালিত হবে।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ