রাজবাড়ী জেলার গোয়ালন্দে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী কাপ ৩ দলীয় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে গোয়ালন্দ পৌর সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে দৌলতদিয়া ইউপি সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।
গত ২৯শে সেপ্টেম্বর বিকাল ৫টায় উজানচর ইউনিয়নের সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের মাঠে বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিজয়ী দলের পক্ষে ফিরোজ আহমেদ, দলীয় অধিনায়ক সাজ্জাদ হোসেন ও মোঃ সাগর ১টি করে গোল করেন। দৌলতদিয়া ইউপি দলের পক্ষে গোল দুটি করেন রিপন ও মতিন। টুর্নামেন্টের সেরা নৈপুণ্যে প্রদর্শন ও দলের পক্ষে একটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সাগর।
টুর্নামেন্টের দ্বিতীয় খেলা উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা শামীম শেখ।
এ সময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও টুর্নামেন্টের আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মোঃ আলমগীর হোসেন, সভাপতি ও সদস্য সচিব গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি তাহাজ্জুত হোসেন তাহা, সদস্য সাইফুল ইসলাম সাইফ, সদস্য ও সাবেক ফুটবলার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আহ্বায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন বলেন, টুর্নামেন্টটি সোনালী অতীত খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের পরবর্তী খেলা অর্থাৎ তৃতীয় ম্যাচ আগামী ৩রা অক্টোবর দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে অনুষ্ঠিত হবে।