ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
বালিয়াকান্দির আড়কান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বেলগাছী একাদশ চ্যাম্পিয়ন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৯-৩০ ১৫:১৪:৩৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আড়কান্দিতে রেলওয়ে ফুটবল মাঠে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকালে বেতেঙ্গা নতুন বাজার মিলন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
 এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান, মিলন সংঘের সভাপতি খলিলুর রহমান খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
 ফাইনালে বেলগাছী একাদশ ১-০ গোলে কামারখালী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় হাজার হাজার দর্শক মাঠের চারপাশে, খেজুর গাছে ও বাড়ীর চালে বসে খেলা উপভোগ করেন।

 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ