ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে মধ্য রাতে কলেজ ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ও মারপিটের অভিযোগ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১০-১২ ০০:২৩:৩৫

রাজবাড়ীতে মধ্য রাতে রিফায়াত ইবনে রইস আরাফ নামে এক কলেজ ছাত্রের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ও মারপিটের অভিযোগ উঠেছে বিনোদপুর পুলিশ ফাঁড়ির এসআই আসিফ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৯ই অক্টোবর ওই কলেজ ছাত্র রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
 গতকাল ১০ই অক্টোবর বিকালে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ।
 অভিযুক্ত এসআই আসিফ আহমেদ ঘটনার রাজবাড়ী শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছে।
 লিখিত অভিযোগে রিফায়াত ইবনে রইস আরাফ উল্লেখ করেন, তিনি রাজবাড়ী পৌর শহরের ২নং ওয়ার্ডের নূরপুর এলাকার রইচ উদ্দিন বাবুর ছেলে। তিনি এবার রাজবাড়ী সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
 তার বড় ভাই রিয়াসাত-ইবনে রইস সামিত (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ছাত্র) শিক্ষা সফরে গিয়ে ছিলেন। শিক্ষা সফর শেষ করে গত ৮ই অক্টোবর রাতে শহরের মুরগীর ফার্ম বাসস্ট্যান্ডে আসেন। তিনি তার বড় ভাইকে মোটরসাইকেলে সেখান থেকে নুরপুরে নিজের বাসায় নিয়ে আসেন। বাড়ীতে আসার সাথে সাথে লক্ষ্য করেন তার বড় ভাইয়ের ল্যাপটপ এবং একটি ব্যাগ বাসস্ট্যান্ডে ফেলে এসেছেন। তখন আরাফ মোটর সাইকেল নিয়ে আবার মুরগীর ফার্ম বাসস্ট্যান্ডে গিয়ে ব্যাগটি নিয়ে বাসায় ফিরছিলেন। পথে রাজবাড়ী ইয়াছিন স্কুল সংলগ্ন ২নম্বর রেলগেটে পুলিশ তার মোটর সাইকেলের গতিরোধ করে। তখন রাত  পৌনে ১টা বাজে।
 এ সময় এসআই আসিফ আহমেদ, কনস্টেবল জাহাঙ্গীর, কনস্টেবল সুকান্ত তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে এসআই আসিফ আহমেদ আরাফের শার্টের কলার ধরে ‘ইয়াবা ব্যবসায়ী’ বলে সম্বোধন করে তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে এসআই আসিফ আহমেদ তার পকেটে কিছু ঢোকানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাকে বাসায় ফোন করে টাকা আনার জন্য বলেন। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে এবং সেখানে ক্যামেরা ও বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতির কারণে আরাফকে তারা ছেড়ে দেন।
 পরে ভোর ৫টার দিকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এসআই আসিফ আহমেদ আরাফের বাড়ীতে গিয়ে ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং পরবর্তী কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ জানান। যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তিনি তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেন।
 এ বিষয়ে অভিযুক্ত এসআই আসিফ আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, ওই দিন রাতে আমি ২নং রেলগেট এলাকায় ডিউটিতে ছিলাম। কিন্তু কোন কলেজ ছাত্রকে হয়রানী করিনি।
 ভূক্তভোগী কলেজ ছাত্রের মা রুবিনা বানু বলেন, ঘটনার পর ভোর ৫টার দিকে এসআই আসিফসহ কয়েকজন কনস্টেবল পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আমাদের বাড়ীতে আসে। এসআই আসিফ আমাদের কাছে ক্ষমা চাই এবং বিষয়টি গোপন রাখতে বলে।
 এ বিষয়ে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যত্যা পাওয়া গেলে ওই এসআই আসিফের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ