ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নারুয়া বাজারে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও রিসাইক্লার এটিএম বুথ উদ্বোধন
  • রফিকুল ইসলামও
  • ২০২৩-১০-৩১ ১৫:১৭:৩২

রাজবাড়ী জেলার বালিকান্দি উপজেলার নারুয়া বাজারে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও রিসাইক্লার এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

 গত ৩০শে অক্টোবর সকালে নারুয়া বাজারের ফটিক মন্ডল সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই এজেন্ট ব্যাংকিং ও রিসাইক্লার এটিএম বুথের উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর নূরদ্দিন মোঃ সাদেক হোসাইন।

 এ সময় সাউথইস্ট ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক এম. মুরাদ রহমান, এরিয়া ম্যানেজার প্রনব কুমার রায়, জুনিয়র অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জাবের হোসেন, নারুয়া বাজারের সাউথইস্ট এজেন্ট ব্যাংকিং এর আউটলেট পার্টনার এ কে এম আল মামুন ও আউটলেট ম্যানেজার মোঃ রাফিজুলসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

 উল্লেখ যে, রাজবাড়ী জেলার সাউথইস্ট ব্যাংকের পূর্বেই ৪টি এজেন্ট ব্যাংকিং ও ৯টি রিসাইক্লার এটিএম বুথ রয়েছে। বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে নতুন এই ৫ম এজেন্ট ব্যাংকিং ও ১০ম রিসাইক্লার এটিএম বুথের উদ্বোধনের মাধ্যমে বর্তমানে সাউথইস্ট ব্যাংক জেলায় মোট ৫টি এজেন্ট ব্যাংকিং ও ১০টি রিসাইক্লার এটিএম বুথে মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করবে। সপ্তাহে সাত দিন রাত-দিন ২৪ ঘন্টা এই সকল রিসাইক্লার এটিএম বুথে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে। এছাড়াও  সাউথইস্ট ব্যাংক তার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের সেভিংস ও কারেন্ট একাউন্ট ওপেন, ফিক্সড ডিপোজিট, ডিপিএস, ইনস্ট্যান্ট ডেবিট কার্ড, ফ্রি মেডিকেল সেবা, সঞ্চয়পত্র কেনার সুবিধা, বোনাসসহ রেমিটেন্স গ্রহণ, এমআইসি আর(অনলাইন) চেক প্রদান, পল্লী বিদ্যুতের বিল গ্রহণ, আরটিজিএস ও বিইএফটিএন সুবিধা, জামানত বিহীন ক্ষুদ্র লোন, কৃষি লোন এবং এসএমই লোন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত প্রদানসহ যাবতীয় ব্যাংকিং সুবিধা প্রদান করবে। উদ্বোধন উপলক্ষে অ্যাকাউন্ট ওপেন, ফিক্স ডিপোজিটের গ্রাহকদের ও রেমিটেন্স গ্রহণকারীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ