রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মামলায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ কর্মী মোঃ তছির মোল্লা (৩০)কে কালুখালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গত ২৩শে অক্টোবর সন্ধ্যায় কালুখালী থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন ও এসআই সোহেল মোল্লা ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার রতনদিয় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে আদালতে পাঠায়।
গ্রেফতারকৃত মোঃ তছির মোল্লা কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের মোঃ মুছা মোল্লার ছেলে। তিনি রতনদিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের কর্মী।
কালুখালী থানা সূত্রে জানা গেছে, গত ১০ই ফেব্রুয়ারী ভোর রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ও মিতুল হাকিমের নির্দেশে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর যানবাহনের চলাচলের বাঁধা সৃষ্টি করে সরকার বিরোধী ষড়যন্ত্র করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টাকালে একজন আসামীকে পুলিশ গ্রেপ্তার করে ও এজাহারনামীয় অন্যান্য আসামীসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামী পালিয়ে যায়।
এ সময় আসামীদের ফেলে যাওয়া ২০ পিচ লিফলেট ও ৫টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১০ই ফেব্রুয়ারী কালুখালী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ১৫(১)/১৫(৩) ধারায় একটি মামলা দায়ের হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সরকার বিরোধী কর্মকান্ড ও নাশকতা মামলায় বিশেষ ক্ষমতা আইনে এজাহারনামীয় আসামী মোঃ তছির মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২৪শে অক্টোবর আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।


