রাজবাড়ী টেপ টেনিস প্রিমিয়ার লীগ (আরপিএল)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে অক্টোবর বিকেলে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তোয়া মাল্টিমিডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যয় কিংস।
প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস মাসুমুল হক তসলিম।
অন্যান্যের মধ্যে যুবদল নেতা সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি মোঃ হীর শেখ, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ টুর্নামেন্ট পরিচালনাকারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবারই প্রথমবারের মত রাজবাড়ীতে টেপ টেনিস বলে রাজবাড়ী প্রিমিয়ার লীগের আয়োজন করেছে জেলার সকল ক্রিকেট খেলোয়াড়রা। যার সার্বিক তত্ত্বাবধানে ছিল শুভেচ্ছা স্পোটিং ক্লাব। ফাইনাল খেলায় তোয়া মাল্টিমিডিয়া একাদশ ও প্রত্যয় কিংস অংশগ্রহণ করে।
তোয়া মাল্টিমিডিয়া নির্ধারিত ১৪ ওভারের মধ্যে ১২ ওভারে ১০ উইকেট হারিয়ে ৬৬ রান করতে সক্ষম হয়। জবাবে ৭ ওভারের মধ্যেই প্রত্যয় কিংস নির্ধারিত ৬৭ রান করে ১০ উইকেটে জয়লাভ করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে জেলার তরুণ উদীয়মান খেলোয়াড় মহব্বত হোসেন রোমান ও ফাইনালের বেস্ট বলার নির্বাচিত হয়েছে তরুণ উদীয়মান খেলোয়াড় ইকবাল।
চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার ও রানারআপ দলকে নগদ ২০ হাজার টাকাসহ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে অতিথিরা ট্রফি বিতরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু। প্রধান অতিথি হিসেবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র সংসদের সাবেক জি.এস মাসুমুল হক তসলিম, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল গাফফার হাজী, ভাঙ্গা থানার সাব-রেজিস্ট্রার মোঃ পারভেজ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক ও সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। সুস্থ দেহ ও মন গঠনের জন্য খেলতে হবে। ক্রীড়ার মাধ্যমে সম্প্রতির বন্ধন তৈরি হয়। তাই এই ক্রীড়াকে এগিয়ে রাখতে, ক্রীড়াকে এগিয়ে রাখতে সকলে মিলে কাজ করতে হবে।



