ঢাকা শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-২৪ ১৫:০৭:৩৫

যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালীর স্মরণে গতকাল ২৪শে অক্টোবর বিকালে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে ডাঃ কামরুল হাসান লালী ও ডাঃ রেহেনা বেগম ফাউন্ডেশনের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 যুদ্ধকালীন কমান্ডার আবুল হাসেম বাকাউলের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা এম এ গফুর, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, কমল সরকার ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব শাহাদত হোসেন বক্তব্য রাখেন। 
 শোকসভা সঞ্চালনা করেন ডাঃ কামরুল হাসান লালী ও ডাঃ রেহেনা বেগম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম।
 শোকসভায় বক্তারা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অবদানকে স্মরণ করা হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালী ছিলেন যুদ্ধকালীন কমান্ডার। তিনি ডাঃ কামরুল হাসান লালী ও ডাঃ রেহেনা বেগম ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করেছিলেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। 
 মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তালেব বলেন,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালী মৃত্যুবরণ করার কিছু দিন আগে বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের নামে রাজবাড়ীতে তেমন কিছুই নেই, কিছুই করা হয়নি। ২নং বেড়াডাঙ্গার সড়কটি প্রশাসনের নিকট বলে যেনো তার নামে করা হয়। 
 শোক সভা শেষে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রণাঙ্গনের যোদ্ধা রাজবাড়ীর যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালী(৭১) গত ২২শে অক্টোবর সকাল ৯টা ৫২মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় হার্ট ফাউন্ডেশনে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম জানাযা শহীদ খুশি রেলওয়ে মাঠের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা বাদ মাগরিব দাদশী খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরদেহ ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থেোন তাকে দাফন করা হয়।

 

 যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলোকিত মানুষের খোঁজে উৎসব মুখর পরিবেশে কালুখালীতে শিক্ষা উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণশুনানী অনুষ্ঠানে সিভিল সার্জন
সর্বশেষ সংবাদ