রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ও পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম গতকাল ২৪শে অক্টোবর বিভিন্ন অটোমেটেড ভূমি সেবা সিস্টিমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্প পরিদর্শন করেছেন।
কর্মকর্তাবৃন্দ গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্প, চরঝিকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প ও সেনগ্রাম ফাজিল মাদ্রাসা ক্যাম্প পরিদর্শন করেন।
জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় সকল হোল্ডিংয়ে জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর হালনাগাদ ও ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল সৃজনের লক্ষ্যে গত ২৩শে অক্টোবর হতে ২৬শে অক্টোবর পর্যন্ত প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় ক্যাম্প স্থাপন করা হয়েছে। সকল হোল্ডিং মালিককে সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ/ খতিয়ান এবং জাতীয় পরিচয়পত্রসহ নিকটস্থ ক্যাম্পে উপস্থিত হয়ে স্ব স্ব হোল্ডিংয়ে জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা এবং পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।


