রাজবাড়ী জেলার পাংশা উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের স্মরণ সভা গতকাল ২৪শে অক্টোবর বিকালে পাংশা রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা ট্রেড ইউনিয়ন সংঘ ও হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।
পাংশা উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রিপন সরদারের সভাপতিত্বে এবং রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের উপস্থাপনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি রবিউল আলম মিনু বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহিম শেখ, রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গণেশ বিশ^াস, কুষ্টিয়া জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি রমজান আলী বিশ^াস, কুষ্টিয়া জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক পলান বিশ^াস, পাংশা উপজেলা ট্রেড ইউনিয়ন সংঘের উপদেষ্টা ইদ্রিস আলী বাবু, সরদার জালাল উদ্দিন ও তিষা প্রমূখ স্মরণ সভায় বক্তব্য রাখেন।
স্মরণ সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাংশা উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুর রহমান গত ২৩শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।



