“আলোকিত মানুষের খোঁজে” রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কালুখালী শিক্ষা উৎসব-২০২৫।
গতকাল ২৪শে অক্টোবর ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ী রিপাবলিকের সহযোগিতায় কালুখালী সরকারী কলেজে এ শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সকাল ৯টায় কালুখালী সরকারী কলেজের অডিটরিয়ামে কালুখালী শিক্ষা উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সাধারণ সম্পাদক আল মুয়ীদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী ও কালুখালী শিক্ষা উৎসব অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক কাশ্মিন সিদ্দিকী কলি প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে দিনব্যাপী শিক্ষা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সাধারণ সম্পাদক আল মুয়ীদ খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম আখতারুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল হামিদ খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা(মাগুরা সদর) এস.এম শাহজাহান সিরাজ ও ভাঙ্গার সাব-রেজিস্ট্রার পারভেজ খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনাতা গড়ে তোলা এবং জেলাকে সার্বিকভাবে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে “ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী”। এ কার্যক্রমেরই ধারাবাহিকতায় কালুখালী উপজেলাতে উপজেলা ভিত্তিক শিক্ষা উৎসবের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
শিক্ষা উৎসবে কালুখালী সরকারী কলেজে দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।


