ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীর রতনদিয়ায় মানবিক সহায়তাপ্রাপ্ত সকল উপকারভোগীদের সাথে এমপি’র মতবিনিময় সভা
  • মোখলেছুর রহমান
  • ২০২৩-১০-৩১ ১৫:৩১:৩১

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন ও বিভিন্ন মানবিক সহায়তাপ্রাপ্ত সকল উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 গত ৩০শে অক্টোবর বিকালে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে রতনদিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

 ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু বক্তব্য দেন।

 এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিউর রহমান নবাব ও জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

 মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জিল্লুল হাকিম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে পৌছে গেছে। বিশেষ করে বিধবা ও বয়স্ক নারীদের জন্য এই সরকারের অবদান অনেক। পাশাপাশি মাতৃকালীন মায়েদের বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা প্রদান করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিভিন্ন ধরণের কর্মসংস্থানের সুযোগ  সুবিধা ভোগ করছে বাংলাদেশের মানুষ। যা বিগত কোন সরকারের আমলে এ ধরনের কোন প্রকার সুযোগ-সুবিধা এদেশের মানুষ পায় নাই, তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। 

 তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনের পর আমরা কারো কিছু বলি নাই। তারা অনেককে হাতুরী পেটা করে ইন্ডিয়া পর্যন্ত পাঠিয়েছি। আমরা কিছু বলি নাই, কারণ আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের নিষেধ করেছেন। আমরা চাই সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে। আমরা শান্তিতে দুই বেলা দুই মুঠো খেয়ে ঘুমাতে পারি। আমরা সেই চেষ্টা করেছি। কিন্তু ওরা সেটা চায় না। ওরা পুলিশ মেরে ফেললো, ওরা সাংবাদিক ও সাধারণ মানুষকে পিটিয়েছে। ওরা শান্তি চায় না। কাজেই যেভাবে শান্তির ব্যবস্থা করা যায়, সেভাবে আমরা শান্তির ব্যবস্থা করবো। 

 এমপি জিল্লুল হাকিম বলেন, আপনারা সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এখানে স্টপেজের কথা বলেছেন এই স্টপেজ হওয়া কোন বিষয় না। ইতিমধ্যেই রেলমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আপনারা এখান থেকে পদ্মা সেতুর উপর দিয়ে সরাসরি ঢাকায় যেতে পারবেন। যে পদ্মা সেতু করতে বিএনপি কত বাধার সৃষ্টি করেছে। বিশ্বব্যাংকের টাকা আনতে দেয় নাই। শেখ হাসিনা এই দেশের টাকা দিয়ে পদ্মা সেতু করে দেখায় দিছে যে শেখ হাসিনা পারে। আমরাই পারি এই দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ