বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজার মাঝিপাড়া মাতৃমন্দিরে গত ১২ই নভেম্বর দিনগত রাত দুই দিনব্যাপী কালিপূজা ও লীলা সংকীর্ত্তন শুরু হয়েছে।
জানা গেছে, গত ১২ই নভেম্বর দিবাগত রাতে কালীপূজা ও ১৩ই নভেম্বর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সংকীর্তন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কালীপূজা মন্ডপ পরিদর্শন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল ও সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন।
লীলা সংকীর্তন পরিবেশন করেন ফরিদপুর জেলার বন্ধু দাস সম্প্রদায়ের পলাশ সরকার ও রাজবাড়ী জেলার গুরুকৃপা সম্প্রদায়ের মালতী অধিকারী।
সংকীর্তন শেষে সহস্রাধিক ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।