ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
পাংশা সহকারী পুলিশ সুপারের অফিস পরিদর্শনে পুলিশ সুপার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-০১ ১৪:৫৭:০৪

পাংশা সহকারী পুলিশ সুপারের কার্যালয় গত ৩০শে নভেম্বর সকালে বার্ষিক পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। 

 সকালে পুলিশ সুপার পরিদর্শনে গেলে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা তাকে ফুলেল শুভেচছা জানান।

 পরিদর্শনকালে পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পাংশা সার্কেল অফিসের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।

 এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুদুর রহমান, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসাদুজ্জামান ও কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ