ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫
কালুখালী থানার বিদায়ী ওসি’কে সংর্বধনা প্রদান
  • মনির হোসেন
  • ২০২০-০৯-২৬ ১৪:৩০:১১
শিল্প পুলিশে বদলী হওয়া কালুখালী থানার বিদায়ী ওসি মোহাম্মদ কামরুল হাসানকে গতকাল ২৬শে সেপ্টেম্বর সকালে বিদায় সংবর্ধনা জানিয়েছে সহকর্মীরা -মাতৃকণ্ঠ।

শিল্প পুলিশে বদলী হওয়া রাজবাড়ী জেলার কালুখালী থানার বিদায়ী ওসি  মোহাম্মদ কামরুল হাসানকে সংবর্ধনা জানিয়েছে সহকর্মীরা। 
  গতকাল ২৬শে সেপ্টেম্বর সকালে কালুখালী থানার ওসি’র অফিস কক্ষে তাকে এই সংবর্ধনা জানানো হয়। থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে বিদায় জানানো হয়। 
  উল্লেখ্য, বিদায়ী ওসি মোহাম্মদ কামরুল হাসান ২০১৯ সালের ১৫ই সেপ্টেম্বর কালুখালী থানায় যোগদানের পর থেকে ১বছর ১০দিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। করোনাকালে তার ভূমিকা উপজেলার সব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। একসময় তিনি নিজেও পরিবারের সদস্যসহ করোনায় আক্রান্ত হলেও দমে যাননি। 

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ