ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরানপুর একাদশ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-২৩ ১৪:২০:২১

রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমী উদ্যোগে গতকাল ২৩শে ডিসেম্বর বিকালে গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 জানা গেছে, ফাইনাল খেলায় ফরিদপুর জেলার পরানপুর ফুটবল একাদশ ৫-১ গোলে হাট গোবিন্দপুর কামার কিং ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী।

 এ সময় বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বসুন্ধরা কিংস ক্লাবের খেলোয়াড় মোঃ সোহেল রানা জুনিয়র, সদর উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ, মোল্লা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কাদের মোল্লা, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউজ্জামান খান (বাবু), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু বক্কার খান, শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোরাপ আলী মন্ডল, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী ফকীর, শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদ খান, সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জামাল পাটোয়ারী, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমীর সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান উজ্জল উপস্থিত ছিলেন।

 জানা গেছে, ১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা চলতি মাসের গত ২রা ডিসেম্বর উদ্বোধন করা হয়।

 
কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ