ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে ৪১টি ভোট কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-০৬ ১৩:৫৯:০৬

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ৬ই জানুয়ারী বিকালের মধ্যে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলার ৪১টি ভোট কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। 

 গতকাল শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের কাছে মালামাল বুঝে নেন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রে।

 গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ব্যতীত সব ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। 

 জানা গেছে, রাজবাড়ী-১ আসনের নির্বাচনী এলাকা গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ কার্যক্রমের লক্ষ্যে ৪১জন প্রিজাইডিং, ২২৯জন সহকারী প্রিজাইডিং ও ৪৫৮জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। উপজেলার মোট ভোটার রয়েছে ৯৯হাজার ৫৬০জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০হাজার ৫৬৬জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৮হাজার ৯৯৪জন। 

 উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিভিন্ন দরের প্রার্থীসহ মোট ৬জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। 

 
পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ