ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
গোয়ালন্দে মোবাইল কোর্টে ৭জন মাদকাসক্তকে কারাদন্ড-জরিমানা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৪-০১-১৫ ১৩:৫৮:২৯

 গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পোড়াভিটা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গতকাল ১৫ই জানুয়ারী দুপুরে মাদকসেবন অবস্থায় ৭জনকে আটকের পরে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

 এ সময় রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

 সাজাপ্রাপ্তরা হলো- গোয়ালন্দ উপজেলার মোঃ বাবলু মিয়া, মোঃ সোহেল মিয়া, স্বপন মিয়া, মোঃ রুবেল মোল্লা, মোঃ হাতেম শেখ, মোঃ রাজ্জাক, মোঃ কাদের সরদার ও শাওন আহমেদ। তাদের প্রত্যেকের বাড়ী গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে। 

 গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযানে ৭জন মাদকাসক্তকে মাদকসেবন অবস্থায় আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ