রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেছেন, আমাদের অনেক রেলপথ ছিল যেগুলো বন্ধ করে দিয়েছিল তৎকালীন বিএনপি সরকার। আপনারা দেখেছেন রাজবাড়ীতে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ বন্ধ করে দিয়েছিল তারা। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বন্ধ হয়ে যাওয়া সকল রেলপথ পুনরায় চালু করছেন। রেলপথ নিয়ে প্রধানমন্ত্রীর বিশাল পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি জেলায় রেলপথ চালু করা হবে।
গতকাল ১৮ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত দৌলতদিয়া ফেরী ঘাটে গণসংবর্ধনা অনুষ্ঠানে রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের ৫বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে ও বন্ধ থাকা সকল রেল লাইনকে পুনরায় চালু করা হবে।
ঐতিহ্যবাহী গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচলকারী সকল বন্ধ ট্রেন আবার চালু করা হবে। রাজবাড়ীতে বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা লোকোশেডটি আরো বড় পরিসরে চালু করা হবে। এখানে ট্রেনের স্পেশাল কোচের মেরামত হবে। লোকেসেডের বেহাত হওয়া জমি উদ্ধার করা হবে। রেলের কোন জমি বা সম্পদ কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী আরো বলেন, ঐতিহ্যগত ভাবেই রাজবাড়ীকে রেলের শহর বলা হয়। রেলের শহরের মানুষকে রেলমন্ত্রী বানিয়ে প্রধানমন্ত্রী আমাকে যেমন সম্মানিত করেছেন ঠিক তেমনি রাজবাড়ী জেলাবাসীকেও সম্মানিত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আপনারা দ্বিতীয় পদ্মা সেতু করার দাবি জানিয়েছেন, আমি এটা নিয়ে বহু বার সংসদে বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হলে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি হবে। পদ্মা সেতু যদি নির্মিত হয় তাহলে অটোমেটিক হয়ে যাবে, তারপরও নদী শাসনের ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর নিকট বলবো। আমাদের এ অঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর অনেক টান আছে, টান না থাকলে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী দিতেন না।
তিনি আরো বলেন, সারা দেশে রেলপথ চালু করলে দেশের উন্নয়ন হবে। অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। রেলপথ চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। কৃষি পণ্যসহ বিভিন্ন মালামাল খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যাবে। এ জন্য সারা দেশে রেলপথ চালু করা হবে। আপনাদের সবার সহযোগিতা ও দোয়া সাথে থাকলে প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে আমাকে রেলমন্ত্রী বানিয়েছেন আমি সেই উদ্দেশ্য সফল করতে পারব ইনশাআল্লাহ।
জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পূর্ণমন্ত্রী হওয়ার পর আজই তিনি প্রথম নিজ জেলায় প্রবেশ করলেন। এর আগে সকাল ৯টায় ন্যাম ভবনস্থ সরকারী বাসভবন থেকে সড়ক পথে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে বিআইডব্লিউটিসির নির্ধারিত একটি ফেরীতে দৌলতদিয়া ঘাটে আসেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।