ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ী রেলস্টেশনের ফুটওভার ব্রিজে কুকুর আতঙ্কে জনসাধারণের ভোগান্তি!
  • হেলাল মাহমুদ
  • ২০২৪-০১-২৭ ১৪:২০:১২

রাজবাড়ী রেলস্টেশনে রেললাইন পাড় হতে জনসাধারণের জন্য নির্মিত দুইটি ফুটওভার ব্রিজে কুকুর আতঙ্কে ভোগান্তি পোহাচ্ছে ট্রেনমুখী যাত্রী, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা।   

 গতকাল ২৭শে জানুয়ারী দুপুরে রেলস্টেশনের ফুটওভার ব্রিজের উপর গিয়ে দেখা গেছে, কুকুরগুলো দলবদ্ধ হয়ে ওভার ব্রিজে শুয়ে আছে। কুকুরের দল শুয়ে থাকায় ওই ফুট ওভার ব্রিজে দিয়ে ট্রেনগামী যাত্রীরা চলাচল করতে পারছে না।

 রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র আরিফুল ইসলাম বলেন,  বাড়ি থেকে কলেজে যাওয়া আসা পথে আমাদের রেলের  ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হয়। ফুটওভার ব্রিজ ব্যবহার করার সময় কুকুরগুলো ব্রিজে এমন ভাবে দলভাবে  শুয়ে থাকে সেখান দিয়ে আমাদের চলাফেরা করতে খুবই ভয় হয়। 

 একই কলেজের ছাত্রী ফাতেমা আক্তার বলেন, কুকুর এমন প্রাণি যাকে দেখলে যেকোন মানুষ ভয় পায়। তবে ফুটওভার ব্রিজে কুকুরের দলবদ্ধ ভাবে শুয়ে থাকাটা স্টেশনের নিরাপত্তা বাহিনীর দেখভাল করা উচিত।

 স্থানীয় একটি পত্রিকার অফিস সহকারী নাজিম আহমেদ বলেন, প্রতিদিন আমাকে সকালে ট্রেনে করে পাংশায় পত্রিকা পাঠাতে হয়, সেই কারণে আমাকে রেলের ওই ফুটওভার ব্রিজটি ব্যবহার করতে হয়। রেলের ফুটওভার ব্রিজে কুকুরগুলোকে দলবদ্ধভাবে এমন ভাবে থাকে যে,  সেখান দিয়ে  চলাচল করাই মুশকিল।  

 রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন আহমেদ বলেন, সরকারী ভাবে কুকুর নিধন বর্তমানে নিষেধ রয়েছে।

 রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, কুকুর অবলা প্রাণী তাদের কিভাবে নিধন করবো, আমি নিজেও   ওই ফুটওভার ব্রিজ ব্যবহার করার সময় ভয়ে ভয়ে থাকি। তবে কুকুরের দলবদ্ধ ভাবে ফুটওভার ব্রিজে থাকার বিষয়টি নিয়ে পৌরসভার মেয়রের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।    

 রাজবাড়ী রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাষ্টার তন্ময় কুমার দত্ত বলেন, রেলস্টেশনের ফুটওভার ব্রিজে কুকুরের বসবাসের বিষয়টি রেলস্টেশনের নিরাপত্তা বাহিনী মূলতঃ দেখভাল করবেন। তারপরও আমার ও কিছু দায়িত্ব রয়েছে। আমি বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো বলে জানান।

 
রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ