ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে জমির যৌথ সার ব্যবহারকারীর সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০২-০৬ ১৪:৩০:৪২

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় গতকাল ৬ই ফেব্রুয়ারী উপজেলা কৃষি অফিসের আয়োজনে চামটা গ্রামে জমির যৌথ সার ব্যবহারকারীর সভা অনুষ্ঠিত হয়েছে। 

 বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। 

 এ সময় বিশেষ অতিথি হিসেবে সিমিট(আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র) প্রজেক্ট প্রধান ড. ওয়েন কান কালভাট, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসুল, আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র(সিমিট) ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক মোঃ জাকারিয়া হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম।

 আয়োজিত সভায় প্রায় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ