ঢাকা রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০২-০৯ ১৪:৩০:১৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতে ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে ৭০০ সদস্যের মাঝে টিশার্ট বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 সকালে গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার পৌর জামতলা বাজার প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে এসে শেষ হয়।

 গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সেলিম মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী উপস্থিত ছিলেন।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

 ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা মাঠ চত্বরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়।

 
গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ী আলমগীর হত্যা মামলার রহস্য উদঘাটন॥হত্যাকারী গ্রেপ্তার
পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত ১১ শিক্ষক-কর্মকর্তার বিদায় সংবর্ধনা
গোয়ালন্দে টাস্কফোর্স টিমের তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সর্বশেষ সংবাদ