ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে পুলিশের ধাওয়ায় চোরাই গরুবাহী পিকআপ উল্টে ১টি নিহত॥২টি জীবিত উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-১৮ ১৪:১১:৩৯

 রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদীজয়পুর ক্লাব এলাকায় গতকাল ১৮ই ফেব্রুয়ারী ভোর রাতে পুলিশের ধাওয়ায় ৩টি গরু বোঝাই পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ১টি গরু নিহত হয়েছে। এ সময় দুইটি জীবিত গরু উদ্ধার করা হয়। তবে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। 

 রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) মোঃ সেলিম হোসেন বলেন, গত শনিবার রাতে টহল ডিউটি ছিল এস.আই মাহবুব হোসেনের। ভোর রাতে ৩টি গরু বোঝাই পিকআপ দেখে টহল পুলিশের সন্দেহ হয়। তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলে তারা দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া করি। পরে ধুলদীজয়পুর ক্লাব এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় পিকআপ গাড়ী ও গরু ফেলে রেখে পালিয়ে যায় চোর চক্র। পুলিশ দ্রুত উদ্ধার করতে গেলেও এ সময় লক্ষাধিক টাকা মূল্যের একটি গাভী মারা যায়। 

 এ সময় জীবিত অবস্থায় দু’টি গরু ও পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ