ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৩-০৭ ১৪:০৯:৫১

বালিয়াকান্দিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

 পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুক্তাদী আরেফিন প্রমুখ বক্তব্য রাখেন।

 আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 
পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ