ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশার বাবুপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৩-১৩ ১৬:০৭:১২

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৩ই মার্চ উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-১/২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার ও পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ বক্তব্য রাখেন।

 কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। 

 তিনি কৃষি প্রণোদনা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বরোপ করেন। একই সাথে তিনি পবিত্র রমজান ঘিরে অসাধু ব্যবসায়ী চক্রের পণ্যের বাজার দর ঊর্ধ্বগতি করণে সতর্ক করেন। এ লক্ষ্যে তিনি জনসচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন। 

 বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার জানান, ৩৫০জন পাট চাষির তালিকা করা হয়েছে। প্রত্যেকে ১ কেজি করে বিএডিসির উচ্চ ফলনশীল তোষা পাট বীজ পাবেন।

 উদ্বোধন অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বাবুপাড়া ইউপির মেম্বার, কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 এরআগে উপজেলা পরিষদ চত্বরে ১৭৬ জন কৃষকের মাঝে ১৮ রকমের উন্নতমানের সবজি বীজ ও উপকরণ বিতরণ করা হয়।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ