পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সীর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পুরুষ ও মহিলা মাদ্রাসা এবং ১১টি এতিমখানায় গতকাল ৫ই এপ্রিল ইফতার বিতরণ করা হয়েছে।
দুপুর ৩টার পর থেকে ছোট ট্রাকে মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে এ ইফতার পৌছে দেয়া হয়।
এ সময় উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ, গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, মুফতি আবুল হুসাইন, হাফেজ ছাঈদ, সোহেল, সাব্বিরসহ একঝাঁক উদ্যোমী স্বেচ্ছাসেবক ইফতার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে।