বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ এবং তিনদিন ব্যাপী (১২-১৪ই মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে গতকাল ১২ই মে বিকালে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। রাজবাড়ী ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার মোঃ জুনায়েদ বিন ফেরদৌস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাছরিন নাহার, নার্সিং সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সেলিম হোসেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রনি চন্দ্র, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল-রাজীব, উপজেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক মোঃ মাজেদ আলী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের হিসাব রক্ষক মোঃ ফিরোজ হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের অফিস সহকারী মোঃ শহিদুল ইসলাম, রাজবাড়ী সরকারী কলেজের হিসাব রক্ষক ফয়সাল মাহমুদ, রাজবাড়ী সদর উপজেলা পরিকল্পনা কার্যালয়ের ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহ সহ সাংবাদিক, বিভিন্ন সরকারী অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।