রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৪ঠা জুলাই ও গতকাল ৫ই জুলাই বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মোট ৮৪ পিস ইয়াবা ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মাহাবুর রহমান মামুনসহ সঙ্গীয় পুলিশ গত ৪ঠা জুলাই রাত সাড়ে ৯টার সময় পাংশা পৌর শহরে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর মুন্সী (৩৮) নামের ১জন মাদক বিক্রেতা এছাড়া গতকাল ৫ই জুলাই সকাল ৬টা ১০ মিনিটের সময় পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে রাজু মুন্সী(২৮) ও ইমরান মোরশেদ অরফে লিমন (২৫) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে এসআই মোহাম্মদ মাহাবুর রহমান মামুন বাদী হয়ে নারায়নপুর গ্রামের জাহাঙ্গীর মুন্সীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এছাড়া ৫১ পিস ইয়াবা ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে এসআই মোহাম্মদ মাহাবুর রহমান মামুন বাদী হয়ে মাগুড়াডাঙ্গী গ্রামের রাজু মুন্সী ও ইমরান মোরশেদ অরফে লিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, আসামী জাহাঙ্গীর মুন্সীর বিরুদ্ধে থানায় ২টি মাদক মামলা ও রাজু মুন্সীর বিরুদ্ধে থানায় ১টি মাদকের মামলা রয়েছে।