আম, জাম, কাঁঠাল, পেয়ারা ও কলাসহ নানা রকমের দেশীয় ফল দিয়ে মধু মাস উৎসব করেছে আইএফআইসি ব্যাংক।
গতকাল ১০ই জুলাই আইএফআইসি ব্যাংক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখায় এ আয়োজন করা হয়।
শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাদল বিশ্বাস সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ব্যাংকের সম্মানিত গ্রাহকরা এ উৎসবে অংশ গ্রহণ করেন।
ব্যাংকে সারা দিন নানা ধরণের মৌসুমী ফল দিয়ে অতিথি ও গ্রাহকদের আপ্যায়ন করা হয়।