দেশে কোটা আন্দোলনে চলমান পরিস্থিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩রা আগস্ট বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলমগীর বিশ্বাস আলম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কোটা আন্দোলনে চলমান পরিস্থিতিতে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন এবং সবাইকে সতর্ক থাকতে বলেন।