ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯দফা দাবীতে রাজবাড়ীতে ছাত্র জনতার মিছিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-০৩ ১৪:৫৫:৩৯

 গণহত্যা, গণ গ্রেফতার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯দফা দাবী আদায়ের লক্ষ্যে গতকাল ৩রা আগস্ট বিকেলে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেয়।

 বিকেল সোয়া ৩টার দিকে রাজবাড়ী শহরের শহরের বড়পুল শহীদ স্মৃতি স্কুলের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বড়পুল মোড়ের কাছে এলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তারা পুলিশের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে আবারও মিছিল শুরু করে। মিছিলটি পুলিশ পাহারায় রাজবাড়ী শহরের বড় মসজিদের সামনে এলে রাজবাড়ী পৌর বিএনপির সাধরণ সম্পাদক এম এ খালেদ পাভেলের নেতৃত্বে মিছিলে যোগ দেয় বিএনপির নেতাকর্মীরা।

 বিক্ষোভ মিছিলে অংশ নেয়া আন্দোলনকারীদের শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। মিছিলটি পান্না চত্ত্বরে এসে হ্যান্ডমাইকে বক্তব্য দিতে যান আন্দোলনকারীরা। তবে তাদের কাছ থেকে মাইক কেড়ে নেয় পুলিশ। পরে সেখানে অবস্থান করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করার পর পুলিশের অনুরোধে মিছিল শেষ করে যার যার মতো চলে যায় তারা।

 আন্দোলনকারীরা চলে যাবার সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে রাজবাড়ী প্রেসক্লাবের দিক থেকে মিছিল নিয়ে যুবলীগের নেতাকর্মীরা পান্না চত্ত্বর এসে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে আক্রমণের চেষ্টা করে। তবে পুলিশ শক্ত অবস্থান নিয়ে তাদের ফিরিয়ে দেয়।

 এর আগে সকাল থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। যে কোন ধরণের নাশকতা এড়াতে জেলা পুলিশ ছিল তৎপর। দুপুর থেকেই বৃষ্টি উপেক্ষা করে রাজবাড়ী সরকারী কলেজ, রাজবাড়ী মহিলা কলেজ, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াসিন উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, অংকুর কলেজিয়েট স্কুলসহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় বড়পুর স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। বিক্ষোভে অংশ নিতে দেখা যায় অনিদির্ষ্টকালের জন্য বন্ধ হওয়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদেরও।  শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই কর্মসূচীতে যোগ দেন অভিভাবকরাও। 

 বিক্ষোভ মিছিলে আসা সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা রাস্তায় নেমেছি আমাদের অধিকারের জন্য। আমরা আমাদের অধিকার চাই। আমরা আমাদের দাবী পূরণের জন্য মাঠে নেমেছি। আমাদের ভাইদের যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। আমরা এই স্বৈরাচারী সরকারের পতন চাই। আমাদের যে সকল সহপাঠীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, শিক্ষার্থীরা তাদের ৯দফা দাবীর জন্য বিক্ষোভ মিছিল বের করে। তারা রাষ্ট্রীয় কোন সম্পদের ক্ষতিসাধন করবে না এই মর্মে প্রতিশ্রুতি দিলে তাদের বিক্ষোভ মিছিলটি করতে দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটি শেষ হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোন অনুপ্রবেশকারী ঢুকে নাশকতা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

 
রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১০জনের বিরুদ্ধে কোর্টে মামলা
 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার তিন শহীদের তালিকা প্রনয়ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজবাড়ীতে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ প্রদান
সর্বশেষ সংবাদ