রাজবাড়ী জেলা পরিষদের ২৮তম মাসিক সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের সদস্যবৃন্দ।
গত ১৭ই মে বেলা ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় শুরু হয়।
এ সভায় জেলা পরিষদের রাজস্ব তহবিল এবং এডিপি বরাদ্দকৃত অর্থ দ্বারা করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ এবং বিবিধ আলোচনার জন্য আলোচ্য সূচী থাকলেও সভার শুরুতে বিগত ১২/২/২০২০ তারিখে অনুষ্ঠিত ২৬তম মাসিক মুলতবি সভা সমাপ্ত না করে এবং ২৭তম সভা না করেই(গ্যাপ রেখেই) ২৮তম মাসিক সভা আহবান করার প্রতিবাদে সদস্য ক্ষোভ প্রকাশ করে রেজুলেশন খাতায় স্বাক্ষর করা থেকে বিরত থাকেন।
এ সময় সদস্যরা চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা ফিরিস্তি তুলে ধরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন আপনার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা প্রমাণ করতে না পারলে আমরা পদত্যাগ করবো।
সভায় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ রাশেদুল হক অমি, ১৩নং ওয়ার্ডের সদস্য আহম্মদ হোসেন, ১১নং ওয়ার্ডের সদস্য মোঃ খায়রুল ইসলাম খায়ের, ১০নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান মজনু, ৬নং ওয়ার্ডের সদস্য নুর মোহাম্মদ ভূইয়া, ৯নং ওয়ার্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান, ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুস সাত্তার খান, ১২নং ওয়ার্ডের সদস্য উত্তম কুমার কুন্ডু, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ নাজমুল হাসান মিন্টু ও ৭নং ওয়ার্ডের সদস্য মীর্জা মোঃ ফরিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
সদস্যদের বক্তব্যে উঠে আসে বিগত ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ এবং ২০৮-২০১৯ তিনটি অর্থ বছরে প্রায় কোটি টাকা ব্যয়ে চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের ব্যক্তিগত এনজিও, প্রতিষ্ঠান ও নাম সর্বস্ব পারিবারিক প্রকল্পের তথ্য ও বরাদ্দের পরিমাণ।
সভায় চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা ফিরিস্তি তুলে ধরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ১০নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান মজনু বলেন, জেলা পরিষদের সম্পত্তি অর্জন, ব্যবস্থাপনা, সংরক্ষণ ও হস্তান্তর বিধিমালা-২০১৭ একটি আইন আছে। যেখানে স্পষ্ট বলা আছে জেলা পরিষদের কোন সম্পত্তি চেয়ারম্যান, সদস্য, কর্মচারী এবং জেলা পরিষদের কোন সদস্যের আত্মীয় স্বজন বা জেলা পরিষদের চেয়ারম্যানের কোন আত্মীয় স্বজন এবং প্রতিষ্ঠানে দেওয়া যাবেনা। কিন্তু আপনি(জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার) কি করেছেন? জেলা পরিষদের আইনে যেটা আছে সেটা আপনি মানেন নাই। আপনি আপনার নিজস্ব এনজিও কেকেএস-এর ছাঁদে ছাঁদ কৃষি উপকরণ ও বৃক্ষ রোপনের টাকা দিয়েছেন ২০১৭-২০১৮ অর্থ বছরে। গোয়ালন্দ উপজেলায় কেকেএস-এর সমৃদ্ধি শাখা অফিসে আসবাবপত্র, ট্রেনিং সেন্টার সংস্কার ও কেকেএস শিশু বিদ্যালয়ে আপনি জেলা পরিষদের টাকা দিয়েছেন। বেলগাছিতে কেকেএস এর শিশু বিদ্যালয়ে আপনি টাকা দিয়েছেন। আপনার ছেলের নাট্য সংস্থা মঙ্গলনাটে আপনি জেলা পরিষদের টাকা দিয়েছেন। আমাদের কাছে এমন ৫০টি প্রতিষ্ঠানের তালিকা রয়েছে। যেগুলো আপনার নিজের প্রতিষ্ঠান ও আপনার আত্মীয় স্বজনদের প্রতিষ্ঠান। সেগুলোতে আপনি জেলা পরিষদের টাকা দিয়েছেন। আপনি বলেন যে আপনি শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন। আমরা চেয়েছিলাম আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি বঙ্গবন্ধুর নামে একটি কলেজ করবেন। আপনি বঙ্গবন্ধুর নামে একটি পাঠাগার করবেন, আপনি শেখ হাসিনার নামে একটি পাঠাগার করবেন, আপনি বঙ্গমাতার নামে একটি হোস্টেল করবেন, আপনি শেখ রাসেলের নামে একটি পাঠাগার করবেন। কিন্তু এসবের কিছুই তো আমরা দেখছিনা। কোথায় বঙ্গবন্ধুর প্রতি আপনার ভালোবাসা? আপনার একটি প্রতিষ্ঠানও নেই যেটি আপনি বঙ্গবন্ধুর পরিবারের কারো নামে করেছেন। আপনি জেলা পরিষদের অর্থ থেকে আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠানে অর্থ অনুদান দিয়েছেন। পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফকে যে গুলি করে হত্যা করেছে সেই সন্ত্রাসী মানিককে আপনি জমি লীজ দিয়েছেন। যেই জমির আনুমানিক মূল্য দুই কোটি টাকা। আমরা(সদস্যরা) বলেছি শরীফের খুনিকে জেলা পরিষদের জমি লীজ আমরা দিবোনা। আপনি আমাদের কোন কথাই রাখেন নাই। শরীফের হত্যাকারীকে জমি লীজ দিয়ে প্রতিষ্ঠিত করেছেন।
সদস্যরা অভিযোগ করে বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ক্ষমতার অপব্যবহার করে জেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলীর সাথে যোগসাজসে সরকারী ও স্থানীয় তহবিলের অর্থ ব্যয়ের নীতিমালা ও বিধি লংঘনের মাধ্যমে বিগত ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ এবং ২০৮-২০১৯ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি)-এর সাধারণ বরাদ্দ, বিশেষ বরাদ্দ এবং সংরক্ষিত খাতের বরাদ্দকৃত অর্থ হতে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ব্যক্তিগত এনজিও, প্রতিষ্ঠান ও পারিবারিক প্রকল্পে সরকারী অর্থ বরাদ্দ করেন।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে ঃ ২০১৭-২০১৮ অর্থ বছরে রাজবাড়ী কেকেএস ছাদে কৃষি উপকরণ ও বৃক্ষ রোপন প্রকল্প ২লক্ষ টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে দৌলতদিয়া সমৃদ্ধি কর্মসূচীর আওতায় আসবাবপত্র সরবরাহ ২লক্ষ টাকা, ২০১৭-২০১৮ অর্থ বছরে দৌলতদিয়া সমৃদ্ধি কর্মসূচীর যুব ট্রেনিং সেন্টার সংস্কার ২লক্ষ টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে গোয়ালন্দ উপজেলাধীন কেকেএস শিশু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ড্রেস সরবরাহ ১লক্ষ টাকা, একই অর্থ বছরে বেলগাছী, কালুখালী, বালিয়াকান্দি কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয় উন্নয়ন ২লক্ষ টাকা, বেলগাছী, ২০১৭-২০১৮ অর্থ বছরে একই কালুখালী, বালিয়াকান্দি কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয় উন্নয়ন ২লক্ষ টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে একই প্রতিষ্ঠানে পৃথক ৪টি প্রকল্প ঃ দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের উন্নয়ন ৫লক্ষ টাকা, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের বাউন্ডারী ওয়াল নির্মাণ ২লক্ষ টাকা, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজে টয়লেট নির্মাণ ১লক্ষ টাকা ও বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের রাস্তা উন্নয়ন ১লক্ষ টাকা, একই প্রতিষ্ঠানে ২০১৭-২০১৮ অর্থ বছরে দৌলতদিয়া ফকীর আব্দুল জব্বার কলেজের দ্বিতল ভবনের ছাদ নিমাণ ২লক্ষ টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে গোয়ালন্দ উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গালর্স স্কুল উন্নয়ন ২লক্ষ টাকা, একই অর্থ বছরে দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার-ফকীর মান্নান অসহায় বৃদ্ধা ও কন্যা শিশু পরিচর্যা নিবাস উন্নয়ন ২লক্ষ টাকা, একই অর্থ বছরে ফকীর আব্দুল জব্বার ও ফকীর মান্নান অসহায় বৃদ্ধা ও কন্যা শিশু পরিচর্যা নিবাসের টয়লেট নির্মাণ ১লক্ষ টাকা, ২০১৭-২০১৮ অর্থ বছরে ফকীর আব্দুল জব্বার ও ফকীর মান্নান অসহায় বৃদ্ধা ও কন্যা শিশু পরিচর্যা নিবাসের টয়লেট নির্মাণ, একই অর্থ বছরে গোয়ালন্দ ফকীর আব্দুল জব্বার ও ফকীর আব্দুল মান্নান অসহায় বৃদ্ধা ও কন্যা শিশু পরিচর্যা নিবাস উন্নয়ন ৩লক্ষ টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে চেয়ারম্যানের পুত্র ফকীর রুমনের নাট্য সংগঠন ‘রাজবাড়ী মঙ্গলনাট উন্নয়ন ও আসবাবপত্র ক্রয় ২লক্ষ টাকা, একই অর্থ বছরে একই প্রতিষ্ঠান রাজবাড়ী মঙ্গলনাট সাংস্কৃতিক সংগঠন উন্নয়ন ২লক্ষ টাকা, ছোট ভাই ফকীর আব্দুল কাদেরের ২টি প্রতিষ্ঠান গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল উন্নয়ন ২লক্ষ টাকা ও একই অর্থ বছরে গোয়ালন্দ এফ.কে টেকনিক্যাল স্কুল উন্নয়ন ২লক্ষ টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের ব্লাড ব্যাংক এর ঘর সংস্কার ও যন্ত্রপাতি খরিদ ২লক্ষ টাকা, একই অর্থ বছরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, রাজবাড়ী এর ব্লাড ব্যাংকের আসবাবপত্র ক্রয় ১লক্ষ টাকা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, রাজবাড়ী উন্নয়ন ১লক্ষ ৫০ হাজার টাকা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, রাজবাড়ী এর ব্লাড ব্যাংকের ফ্রিজ ক্রয় ২লক্ষ টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগমের শ্বশুড়ের নামে প্রতিষ্ঠিত শিক্ষার্থী বিহীন ‘রাজবাড়ী আহম্মদ আলী মৃধা কলেজ উন্নয়ন ২লক্ষ টাকা, একই অর্থ বছরে আহম্মদ আলী মৃধা কলেজে টয়লেট নির্মাণ ১লক্ষ টাকা, রাজবাড়ী আহম্মদ আলী মৃধা কলেজে টয়লেট নির্মাণ ১লক্ষ টাকা, ২০১৭-২০১৮ অর্থ বছরে রাজবাড়ী আহম্মদ আলী মৃধা কলেজের বাউন্ডারী ওয়াল নির্মাণ ৩লক্ষ টাকা, একই অর্থ বছরে রাজবাড়ী আহম্মদ আলী মৃধা কলেজের টয়লেট নির্মাণ ১লক্ষ টাকা, রাজবাড়ী আহম্মদ আলী মৃধা কলেজের আসবাবপত্র খরিদ ২লক্ষ টাকা, রাজবাড়ী আহম্মদ আলী মৃধা কলেজ উন্নয়ন ৩লক্ষ টাকা ও একই অর্থ বছরে গোয়ালন্দ আহম্মদ আলী মৃধা পাঠাগার উন্নয়ন ১লক্ষ টাকা, ২০১৬-২০১৭ অর্থ বছরে দৌলতদিয়া ঘাট শ্রমজীবী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন ১লক্ষ টাকা, একই অর্থ বছরে উত্তর দৌলতদিয়া টিভেট কর্মসূচী সংস্কার ১লক্ষ টাকা, ২০১৭-২০১৮ অর্থ বছরে গোয়ালন্দ নছর উদ্দিন সরদার জামে মসজিদ উন্নয়ন ১৪ লক্ষ টাকা, একই অর্থ বছরে দৌলতদিয়া ইউনিয়নের সেফ হোমের সন্মুখ রাস্তা উন্নয়ন ২লক্ষ টাকা, রাজবাড়ী মুক্তিযুদ্ধের তথ্য চিত্র প্রচারণা সংস্থা উন্নয়ন ১লক্ষ টাকা, ২০১৮-২০১৯ অর্থ বছরে দৌলতদিয়া মহাসড়ক হতে পরিচর্যা নিবাস পর্যন্ত রাস্তা উন্নয়ন ২লক্ষ টাকা, একই অর্থ বছরে দৌলতদিয়া ইউনিয়নের ফকীর আব্দুল জব্বার ও ফকীর মান্নান অসহায় বৃদ্ধা ও কন্যা শিশু পরিচর্যা নিবাস উন্নয়ন ৩লক্ষ টাকা, একই অর্থ বছরে তার এনজিও’র ‘খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর সমৃদ্ধি প্রকল্পের আসবাবপত্র ক্রয় ১লক্ষ টাকা, রাজবাড়ী পৌরসভা আহম্মদ আলী মৃধা কলেজ জামে মসজিদ উন্নয়ন ১লক্ষ টাকা এবং মাজবাড়ী ইউনিয়নে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগমের নামে প্রতিষ্ঠিত ‘মাজবাড়ী জাহানারা বেগম কলেজ উন্নয়ন ১লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)-এর নির্বাহী পরিচালক, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি এবং বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম কর্তৃক তার শ্বশুড়ের নামে প্রতিষ্ঠিত ‘রাজবাড়ী আহম্মদ আলী মৃধা কলেজের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আমার বক্তব্য এই যে, জেলা পরিষদের মাসিক সভায় সর্বসম্মত অনুমোদন নিয়ে এডিপি সাধারণ, বিশেষ ও সংরক্ষিত খাতের বরাদ্দকৃত অর্থ দ্বারা প্রকল্প গ্রহণ করা হয়। স্থানীয় সরকার বিভাগের চূড়ান্ত অনুমোদনের পর বিধি মোতাবেক প্রকল্প বাস্তবায়ন করা হয়। এখানে ভূয়া প্রকল্প গ্রহণ পূর্বক অর্থ আত্মসাতের কোন সুযোগই নেই।
এ বিষয়ে সদস্যরা বলেন, জেলা পরিষদের মাসিক সভার রেজুলেশন খাতায় আগে পরিষদের সদস্যদের স্বাক্ষরের পরে চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার প্রকল্পগুলো রেজুলেশনে যুক্ত করেছেন। কোন সভায়ই তিনি ব্যক্তিগত প্রকল্পের নাম নিয়ে আলোচনা করেননি।
প্রকাশ থাকে যে, গত ১১ই মে জেলা পরিষদের নির্বাচিত ২০ জন সদস্যের মধ্যে ১৬ জন সদস্য চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের স্বচ্ছতা, দুর্নীতি-অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারসহ স্বেচ্ছাচারীতার অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন।