“সুস্থতাই শক্তি, সুস্থতাই প্রাণ” “সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এ শ্লোগান ধারণ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় চাচা-ভাতিজার মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকেলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪০ বছর ঊর্ধ্ব বয়সী চাচা এবং ৮ থেকে ১৪ বছর বয়সী ভাতিজা অংশ নেন।
ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় ভাতিজা একাদশ ১-০ গোলে চাচা একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। বিজয়ী দলের তরিকুল পেনাল্টিতে দলের পক্ষে একমাত্র গোলটি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। চাচা একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন শাজাহান সরদার এবং ভাতিজা একাদশের অধিনায়ক ছিলেন তরিকুল ইসলাম।
আয়োজক কমিটির আহবায়ক মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।
এ সময় দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক আবুল বাশার, স্থানীয় সামাদ মন্ডল, আলী আব্বাস সরদার, হেলাল সরদার, ইসমাইল প্রামানিক, সরোয়ার মন্ডল, খালেক প্রামানিক, আলম প্রামানিক, সরোয়ার মন্ডল, হিরো প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন। সহকারী পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন নারু ও সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মোঃ সুলতান ফকির। ধারা ভায্য প্রদান করেন ছিলেন আনোয়ার হোসেন ও রেজাউল করিম।