নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সের পদায়নের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি পালন করেছে রাজবাড়ীর সকল নার্সিং শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল ১লা অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্ম বিরতি দিয়ে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের কনফারেন্সে রুমে ও হাসপাতালের সামনে অবস্থান করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ও সকল নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা।
কর্মবিরতিকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ রাজবাড়ী জেলা শাখার প্রধান আহবায়ক রুমা হাজারিকা, সদস্য ও নাসিং সুপার ভাইজার আঁখি তারা, সিভিল সার্জন অফিসের জেলা পাবলিক হেলথ নার্স(ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার, সিনিয়র স্টাফ নার্স সেলিনা পারভীন, রওশন আরা খাতুন ও রহিমা ইয়াসমিনসহ নাসিং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে রাজবাড়ী সরকারী নার্সিং ইনস্টিটিউট, বেসরকারী আইডিয়াল নার্সিং কলেজ, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, মডেল নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
কর্মবিরতিকালে নার্সিং ও শিক্ষার্থীরা বলেন, গতকাল প্রতীকী কর্মবিরতি ও লাল ব্যাজ ধারণ করেছিলাম। আজ ৩ঘন্টা কর্ম বিরতি পালন করেছি। আমাদের এক দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনেও এ কর্মসূচী পালন করা হবে।