ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দে স্টুডেন্টস কমিউনিটির উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১০-১০ ১৫:০১:০১

রাজবাড়ী জেলার গোয়ালন্দে অরাজনৈতিক সংগঠন স্টুডেন্টস কমিউনিটির উদ্যোগে গতকাল ১০ই অক্টোবর বিকেলে মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

 বিকোল সাড়ে ৪টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বর হতে থেকে বের হয়ে পদযাত্রাটি ঢাকা-খুলনা জতীয় মহাসড়ক ও গোয়ালন্দ বাজার হয়ে মাল্লাপট্টি ব্রিজে গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। 

 পদযাত্রা হতে “মাদককে না বলুন, মাদক ব্যাবসায়ী যেখানে-প্রতিরোধ হবে সেখান, তারুন্যের হুংকার-মাদক ব্যবসায়ী বাংলা ছাড়, আমার স্বাধীন বাংলায় মাদকের ঠাঁই নাই, আমার প্রিয় গোয়ালন্দে মাদকের ঠাঁই নাই” এ রকম বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

 পদযাত্রায় অংশ নেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক জাকির হোসেন, সান-সাইন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ নুরতাজ আলম রবিন, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের শিক্ষক সফিক মন্ডল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ছাত্র আলিম খান, রাজশাহী  বিশ্ব বিদ্যালয়ের ছাত্র আবিদ হাসান লামিম, গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব বিশ্বাস, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদ সাজিদ, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস অন্তরা, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্রী আফসানা মিমি, রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র আশিকুর রহমান, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ছাত্র খন্দকার মেহেদী হাসান, সাজিব আহমেদসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

 
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ