রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল শারদীয় দুর্গোৎসব-২০২৪ উপলক্ষে গতকাল ১১ই অক্টোবর রাতে পাংশা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ মোত্তালেব আলী, পাংশার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল প্রথমে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজা মন্ডপ এবং পর্যায়ক্রমে পাংশা মৈশালা পালপাড়া দুর্গা মন্দিরের পূজা মন্ডপ, পাংশা ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরের পূজা মন্ডপ এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল পাংশা ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। তিনি বিভিন্ন পূজা মন্ডপে উৎসবমূখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পাংশা ভাই ভাই সংঘ মন্দিরের সভাপতি ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন কুমার বিশ্বাস, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু পোর্দ্দারসহ পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।