ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
পাংশায় মাধ্যমিক শিক্ষা অফিসে ২টি পদ কয়েক বছর ধরে শূন্য
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-২৪ ১৫:০১:০২

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ও নৈশ প্রহরী দু’টি পদ কয়েক বছর ধরে শূন্য রয়েছে। এতে দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
 পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, ২০১১ সাল থেকে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ এবং ২০২২ সাল থেকে নৈশ প্রহরীর পদ শূন্য রয়েছে। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ বদলি জনিত কারণে এবং নৈশ প্রহরী পদে অবসর জনিত কারণে শূন্য হয়। শূন্য পদে কর্মকর্তা-কর্মচারী পদায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তরে বারবার লিখিত ভাবে জানানো হলেও উল্লেখিত পদে জনবল পদায়ন করা হয়নি। জনবল সংকটে দাপ্তরিক কর্যক্রম ব্যাহত হচ্ছে।
 এ ব্যাপারে গতকাল ২৪শে অক্টোবর পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, অফিসের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হয়। পাংশা উপজেলা একটি বড় উপজেলা। এখানে ৩৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ২৪টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান ও ৯টি কলেজ আছে। মাধ্যমিক শিক্ষা অফিস দাপ্তরিক কাজের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সাথেও সম্পৃক্ত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাজের জন্য সরাসরি শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা অফিসে আসেন। কখনো প্রয়োজনীয় কাজের জন্য শিক্ষকরা অফিসে যোগাযোগ করেন।
 তিনি বলেন, অত্র দপ্তরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাব রক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক এবং একাডেমীক সুপার ভাইজার পদে কর্মকর্তা-কর্মচারী থাকলেও কয়েক বছর ধরে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নৈশ প্রহরীর পদ শূন্য রয়েছে। অফিসের সার্বিক কার্যক্রম পরিচালনায় শূন্য দু’টি পদের গুরুত্ব রয়েছে। শূন্য পদ পূরণ খুবই জরুরী। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ও নৈশ্য প্রহরীর শূন্য দু’টি পদ পূরণে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

 

কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ