ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে মা ইলিশ রক্ষা অভিযানে মোবাইল কোর্টে ৫ জেলের জেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২৫ ১৬:০৪:৫৭

 মা ইলিশ রক্ষায় সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল ২৫শে অক্টোবর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে সেনাবাহিনী, নৌ পুলিশ, গোয়ালন্দ ঘাট থানা ও উপজেলা মৎস্য অফিসের ৪টি দলের সমন্বয়ে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানে পদ্মা নদী থেকে আটক ৫জন জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড, ১জনকে ৫হাজার টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ১লক্ষ ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়।

 গতকাল শুক্রবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ও মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এবং সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। 

 এছাড়াও অভিযান চলাকালে দেবগ্রাম অন্তর মোড় থেকে ছেড়ে আসা একটি ট্রলারে তল্লাশিকালে যৌথ বাহিনীর ১টি বিদেশী পিস্তল ও ১টি বন্দুক উদ্ধার করাসহ ৪জনকে গ্রেফতার করেছে। 

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ