বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল ২৫শে অক্টোবর বিকেলে উড়াকান্দা বাজারে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য সামসুল ইসলাম বল বরাটি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সৈয়দ আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।