রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। গতকাল ৪ঠা নভেম্বর কালেক্টরেটের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, সহ-সভাপতি ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি আসহাবুল ইয়ামিন রয়েন, সাধারণ সম্পাদক বাংলা টিভি ও দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী ও বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।