বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রাজবাড়ী জেলার পাংশা ও গোয়ালন্দ উপজেলার ২জনকে জেলা সমাজ কল্যাণ কমিটির তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গতকাল ৬ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে আহতদের হাতে ২০ হাজার টাকার এ সহযোগিতার চেক তুলে দেন তিনি।
জানা গেছে, গত ৪ই আগস্ট ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে ছাত্র জনতার ওপর হামলা হলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ধুলিয়াট গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজীব খান। গুলিবিদ্ধ হবার পর তিনি ফরিদপুর বি.এস.এম.এম.সি.এইচ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। আহত রাজীব পাংশা সরকারী কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে স্মাতক এবং টঙ্গী সরকারী কলেজ থেকে মাষ্টার্স সম্পন্ন করে বর্তমানে ফরিদপুরে অবস্থান করছে।
অপরদিকে গত ১৮ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও বিজিবির গুলিতে চোখে গুলিবিদ্ধ হয় গোয়ালন্দ উপজেলার নলডুপি গ্রামের আব্দুল হক শেখের ছেলে আমির হামজা। পরে জাতীয় চক্ষু হাসপাতালে তার চোখের অপারেশন হয়। বর্তমানে আমির হামজা নিজ গ্রামে অবস্থান করছে। এ ঘটনায় তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে বর্তমানে তিনি পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন। আমির হামজা এইচএসসি পরীক্ষা শেষে নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
চেক বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা সমাজ কল্যাণ কমিটির তহবিল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ২জনকে অর্থ সহায়তা বাবদ প্রত্যেককে ১০ হাজার টাকা হারে মোট ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।