রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন গতকাল ৯ই নভেম্বর পৌরসভার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ সম্মেলন শেষ হয় দুপুরে দেড়টায়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ বক্তব্য রাখেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অবঃ প্রফেসর আবদুত তাওয়াব বক্তব্য রাখেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ, সেক্রেটারী মামুনুল ইসলাম, পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা মোঃ লিয়াকত হোসেন, বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই জোয়ার্দার, পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান মাহমুদ, পাংশা পৌর জামায়াতের আমীর ফরহাদ জামিল রুপু, সেক্রেটারী খন্দকার মাওলানা আব্দুল হালিম, পৌর জামায়াতের নায়েবে আমীর মোঃ মঞ্জুর রহমান, গোয়ালন্দ উপজেলার আমীর মোঃ গোলাম আযম মীর, পৌর জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোলায়মান মুন্সি, সেক্রেটারী এডঃ রনজু বিশ্বাস, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ রবিউল ইসলামসহ জামায়াতে ইসলামী জেলা, উপজেলা ও পৌরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রুকন সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর এডঃ মোঃ নুরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ।
এরপর জেলা শূরা সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার রুকনদের ভোটে ১১ জন পুরুষ ও ৮ জন মহিলা শূরা সদস্য নির্বাচিত হয়।
জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালে জেলা জামায়াতের রুকন সম্মেলন হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে এডঃ মোঃ নূরুল ইসলাম পুনরায় জেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৯ জন শূরা সদস্য নির্বাচিত হয়েছেন। যারা জেলার জামায়াতের সেক্রেটারী নির্বাচিত করবেন। আগামী দুই বছর নবগঠিত কমিটি জেলার দায়িত্ব পালন করবেন। সম্মেলনে ৫৩৭ জন রুকনসহ আমন্ত্রিত জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।