রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে গতকাল ১৯শে নভেম্বর বিকালে ৪র্থ অর্থনৈতিক শুমারি-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাংশা উপজেলা পরিসংখ্যান অফিসার ও উপজেলা শুমারি সমন্বয়কারী আব্দুল মান্নান, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরিফুল ইসলাম, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, পাংশা উপজেলা শিক্ষা অফিসার ফকির মোহাম্মদ নূরুল ইসলাম, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা অর্থনৈতিক শুমারির গুরুত্ব তুলে ধরেন। পরিসংখ্যান অফিসার আব্দুল মান্নান ৪র্থ অর্থনৈতিক শুমারির কর্মসূচি তুলে ধরেন। কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আবু হেনা, পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা গুলরুখ, পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক মোসাদ্দেকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পাংশা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে পাংশা উপজেলা পরিসংখ্যান কার্যালয় ও পাংশা পৌরসভার উদ্যোগে ৪র্থ অর্থনৈতিক শুমারি-২০২৪ বিষয়ক পৌরসভা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।