রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডাঃ হাফিজুর রহমান হাফিজ।
গত ১৮ই নভেম্বর দুপুর ১টায় তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৭ই নভেম্বর কলেজের ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে তাকে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, ডাঃ মোঃ হাফিজুর রহমান ১৯৯১ সালে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ হাফিজুর রহমান রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর।