ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
বাংলাদেশী বংশোদ্ভুত সুরমান নিউজার্সির প্রসপেক্ট পার্ক সিটির ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান মনোনীত
  • যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২০-১০-২৭ ১৪:৪২:৫৭
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন সুরমান সিটির ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান মনোনীত হয়ে গত ২৬শে অক্টোবর প্রসপেক্ট পার্ক সিটি প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন। এ সময় তার পরিবারের সদস্য ও শুভা

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন সুরমান সিটির ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান মনোনীত হয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। 
  গত ২৬শে অক্টোবর প্রসপেক্ট পার্ক সিটি প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সুরমান যখন পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে শপথ নেন তখন তার পরিবারের সদস্য ও শুভান্যুধায়ীরা উপস্থিত ছিলেন। 
  এ সময় পার্শবর্তী প্যাটারসন সিটির ২নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী, বাংলাদেশী বংশোদ্ভুত সাবেক কাউন্সিলম্যান শাহীন খালিক, প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার নিয়াজ নাদিম, সিটি এডমিনিস্ট্রেটর ইন্তেসান চৌধুরী, প্যাটারসন সিটির কমিশনার ইমরান হোসাইন, মোসলেহ উদ্দীন, নর্থজার্সি বিএনপির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, মৌলভীবাজার বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলের সভাপতি মহসিন সেলিমসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাঠাজুড়ি গ্রামের মৃত আলাউদ্দিন হোসেনের পুত্র আবুল হোসেন সুরমান ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনগর থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রাজনগর কলেজ শাখার সাবেক সভাপতি আবুল হোসেন সুরমান নিউজার্সি স্টেট বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করেন। 

সোলায়মান আলী যুক্তরাষ্ট্র আ’লীগের সহ-সভাপতি নির্বাচিত
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন প্রতিনিধি দল
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
সর্বশেষ সংবাদ